সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, শিক্ষার্থীসহ আহত ৭

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ‘অর্জুন’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ২ ঘণ্টা আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাবির বাসে ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে ঢাবির বাস আটকে দিলে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তর্ক শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গিয়ে বাস ছাড়িয়ে আনার সময় পেছন থেকে ইটপাটকেল ছোড়ায় বাসের কাঁচ ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ‘অর্জন’ নামের ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেওয়ার জন্য নির্ধারিত রুটে চলাচল করছিল। দুপুরের ট্রিপ চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদে

সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, শিক্ষার্থীসহ আহত ৭

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় ‘অর্জুন’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ২ ঘণ্টা আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাবির বাসে ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে ঢাবির বাস আটকে দিলে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তর্ক শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে গিয়ে বাস ছাড়িয়ে আনার সময় পেছন থেকে ইটপাটকেল ছোড়ায় বাসের কাঁচ ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ‘অর্জন’ নামের ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেওয়ার জন্য নির্ধারিত রুটে চলাচল করছিল। দুপুরের ট্রিপ চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারীদের ভাঙচুরের ফলে বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের পরিচালক কামরুল ইসলাম বলেন, বাসের পেছনের গ্লাস পুরো ভেঙে গেছে। দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা ও বাসে ভাঙচুর চালানো হয়েছে। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে, ঢাবির বাস ভাংচুড়ের ঘটনায় ক্ষিপ্ত ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত ও বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোড়ণে অবস্থান নিতে দেখা যায় অন্যদিকে বিকাল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় ছেড়ে যান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশের হালনাগাদ করা খসড়ার দ্রুত অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে টানা ২য় দিনের মতো রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীতে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow