সিঁড়ি বেয়ে উপর তলায় গিয়ে ঘর পরিষ্কার করতে পারবে রোবট

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬-এ রোবট প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে চীনা গৃহস্থালি যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের ব্যতিক্রমধর্মী কনসেপ্ট রোবট ভ্যাকুয়াম ‘সাইবার এক্স’ উন্মোচন করেছে, যা পূর্ণ আকারের সিঁড়ি বেয়ে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করতে সক্ষম। ড্রিমের তথ্যমতে, ‘সাইবার এক্স’-এ যুক্ত করা হয়েছে বিশেষ নকশার বড় আকারের লেগ বা পা, যেখানে রাবারের ট্রেড ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবটটি একাধিক তলা বিশিষ্ট বাড়িতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার (প্রায় ৯ দশমিক ৮ ইঞ্চি) উচ্চতার সিঁড়ি এবং ৪২ ডিগ্রি ঢাল বেয়ে চলতে পারে। সোজা ও বাঁকানো-উভয় ধরনের সিঁড়িতেই এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম এবং একটি পূর্ণ সিঁড়ি অতিক্রম করতে সময় নেয় প্রায় ২৭ সেকেন্ড। সিইএস ২০২৬-এ ড্রিমের বুথে সরাসরি প্রদর্শনের সময় দেখা গেছে, সাইবার এক্স সিঁড়ি বেয়ে চলাচলের সময় পা ব্যবহার করে হাঁটে না। বরং অনুভূমিকভাবে ট্রেড ঘুরিয়ে ছোট আকারের ট্যাংকের মতো করে সিঁড়ি পার হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক

সিঁড়ি বেয়ে উপর তলায় গিয়ে ঘর পরিষ্কার করতে পারবে রোবট

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬-এ রোবট প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে চীনা গৃহস্থালি যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ড্রিম। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের ব্যতিক্রমধর্মী কনসেপ্ট রোবট ভ্যাকুয়াম ‘সাইবার এক্স’ উন্মোচন করেছে, যা পূর্ণ আকারের সিঁড়ি বেয়ে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করতে সক্ষম।

ড্রিমের তথ্যমতে, ‘সাইবার এক্স’-এ যুক্ত করা হয়েছে বিশেষ নকশার বড় আকারের লেগ বা পা, যেখানে রাবারের ট্রেড ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবটটি একাধিক তলা বিশিষ্ট বাড়িতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার (প্রায় ৯ দশমিক ৮ ইঞ্চি) উচ্চতার সিঁড়ি এবং ৪২ ডিগ্রি ঢাল বেয়ে চলতে পারে। সোজা ও বাঁকানো-উভয় ধরনের সিঁড়িতেই এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম এবং একটি পূর্ণ সিঁড়ি অতিক্রম করতে সময় নেয় প্রায় ২৭ সেকেন্ড।

সিইএস ২০২৬-এ ড্রিমের বুথে সরাসরি প্রদর্শনের সময় দেখা গেছে, সাইবার এক্স সিঁড়ি বেয়ে চলাচলের সময় পা ব্যবহার করে হাঁটে না। বরং অনুভূমিকভাবে ট্রেড ঘুরিয়ে ছোট আকারের ট্যাংকের মতো করে সিঁড়ি পার হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

jagonewsরোবটটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এর মূল ভ্যাকুয়াম ইউনিটটি সিঁড়ি ওঠানামার যন্ত্রাংশ থেকে আলাদা। বড় কাঠামোর ভেতরে থাকা একটি ডকিং অংশে ভ্যাকুয়ামটি স্থাপন করা হয় এবং সেই অবস্থাতেই পুরো ইউনিটটি সিঁড়ি অতিক্রম করে। ফলে এটি সরাসরি সিঁড়ি পরিষ্কার করতে না পারলেও,বহুতল ভবনে ভ্যাকুয়াম পরিবহনের দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।

সাইবার এক্স-এ মপিং সুবিধার জন্য বিল্ট-ইন পানির ট্যাংক, লেজারভিত্তিক ন্যাভিগেশন সিস্টেম এবং বিশেষ ব্রেকিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ব্যাটারি শেষ হয়ে গেলেও এই ব্রেকিং সিস্টেম রোবটটিকে সিঁড়ি বা মেঝেতে স্থির রাখতে সক্ষম।

এনগ্যাজেট-এর প্রতিবেদন থেকে জানা যায়-ড্রিম জানিয়েছে, ‘সাইবার এক্স’ বর্তমানে একটি গবেষণামূলক প্রোটোটাইপ। এটি বাণিজ্যিকভাবে বাজারে আনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এর আগেও সিইএসে প্রদর্শিত ড্রিমের একাধিক কনসেপ্ট প্রযুক্তি পরবর্তীতে বাণিজ্যিক পণ্যে রূপ পেয়েছে।

এদিকে, সিইএস ২০২৬–এ ড্রিম তাদের নতুন ফ্ল্যাগশিপ রোবট ভ্যাকুয়াম ‘ড্রিম এক্স৬০ ম্যাক্স আল্ট্রা’ উন্মোচন করেছে। ১ হাজার ৬৯৯ ডলার মূল্যের এই ডিভাইসটি সর্বোচ্চ ৮ দশমিক ৮ সেন্টিমিটার উচ্চতার ছোট ধাপ বা থ্রেশহোল্ড অতিক্রম করতে পারে। যদিও এটি পূর্ণ আকারের সিঁড়ি পার হতে সক্ষম নয়, তবে ঘরের ভেতরের ছোট প্রতিবন্ধকতা পারাপারে আগের সংস্করণের তুলনায় এটি আরও কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন
ডার্ক মোডে রেখে ফোনের ভালো নাকি আপনার চোখের ক্ষতি করছেন?
স্মার্টফোন-ল্যাপটপ সার্ভিসিংয়ে দেওয়ার আগে যে কাজ না করলেই বিপদ

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow