সিইটিপি নিয়ে যাদের দায় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

3 months ago 10

সাভার ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে (এসটিআইই) বহুল আলোচিত সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) নিয়ে বিগত সময় যাদের দায় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এছাড়াও দুদকের কার্যক্রম চালু আছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৯ জুন) সকালে সাভারে চামড়া শিল্প নগরী পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে একটি খসড়া প্রতিবেদন দিয়েছে। আশা করছি দুয়েক মাসের মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন পাবো। পেলেই কার্যক্রম শুরু হবে।

চামড়ার দাম নিয়ে উপদেষ্টা বলেন, সবাই কম দাম পেয়েছে, কথাটি সঠিক নয়। চামড়ার গুণগত মানের ভিত্তিতে দাম ওঠানামা করেছে। ঈদের দিন সকালের দিকে চামড়ার ভালো দাম ছিল, তবে রাতের দিকে কিছুটা কমেছে।

সিইটিপি নিয়ে যাদের দায় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

চামড়ার দাম নিয়ে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, দেশের চট্টগ্রামসহ দুয়েকটি জায়গায় একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, যা বিচ্ছিন্ন ঘটনা। সর্বোপরি সরকারের দেওয়া নির্ধারিত দামেই চামড়া কেনা হয়। তবে সাইজ ও গুণগতমানের কারণে দানের হেরফের হয়।

এদিকে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়ে আছে, ট্যানার্স অ্যাসোসিয়েশন।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াতউল্লাহ বলেন, এবার পশুর চামড়া সংগ্রাহের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি পাঁচ লাখ। তবে এরচেয়ে ১৫-২০ শতাংশ কম সংগ্রহ করা যাবে।

মাহফুজুর রহমান নিপু/এমএন/এমএস

Read Entire Article