নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে দাবি এনসিপির। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) এসব দাবি নিয়ে সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন সংশ্লিষ্টরা।
এনসিপি মহানগর উত্তরের কর্মী সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই অথবা সংস্কার চাই। আমরা দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন চাই।
এমওএস/জেএইচ/এমএস