কোটাবিরোধী আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা সিএমএম আদালতের সামনে এ মিছিল করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে মিছিল নিয়ে সিএমএম আদালতের সামনে আসেন তারা। সিএমএম আদালতের সামনে ১০ মিনিট স্লোগান দিয়ে তারা আবার ঢাকা বারের সামনে গিয়ে মিছিল শেষ করেন।
বিক্ষোভ মিছিলে শতাধিক আইনজীবী ও শিক্ষার্থী অংশ নেন।
জেএ/কেএসআর/জিকেএস