চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। নগর পুলিশ কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে নতুন ওসি পদায়ন করা হয়েছে।
আদেশে পরিদর্শক মোহাম্মদ শরীফকে (ডিবি- দক্ষিণ) কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, পরিদর্শক শফিকুল ইসলামকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।