সিওয়াইবি ঢাবি শাখার নেতৃত্বে সুলতান-সৌরভ
ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সুলতান মাহমুদকে সভাপতি এবং পপুলেশন সায়েন্স বিভাগের মো. সৌরভ মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য ৪৪ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএসের নির্বাহী পরিচালক ও সিওয়াইবি-এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এ.এস.এম. সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম (রোজিন), মো. কাওসার আহমেদ, ফজলুল হক, তানভীর আহমেদ; সাংগঠনিক সম্পাদক মো. রায়হান কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ; দপ্তর সম্পাদক ইয়াহ ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কাশপিয়া কথন নীলা; অর্থ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ, আফরোজা আক্তার ইনফা, মানছুরা আক্তার; প্রচার সম্পাদক মো. নূরুল আনোয়ার, সহ-প্রচার সম্পাদক মোত্তালিব হোসেন হৃদয়, মো. শামীম ইসলাম; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. রিমা খাতুন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আকতারুল ইসলাম; ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, মাহমুদুল হাসান, মো. মাহদী হাসান শহীদ; আইন সম্পাদক রাফিদ হাসান, সহ-আইন সম্পাদক মো. সোহাগ, পাভেল মাহমুদ; ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, মো. মোজাহিদ ইসলাম, সাখাওয়াত তনয়; প্রশিক্ষণ সম্পাদক ফাহমিদুল ইসলাম ফয়সাল, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. শাহিন আলম; কার্যনির্বাহী সদস্য আফরিন সুলতানা ইতি, আবু তালহা, বোরহান উদ্দীন আহমেদ, নাছরিন আক্তার জেনি, দীদার হোসেন, মো. সালেহ আহমদ নাসিম, মো. সাজ্জাদ হোসাইন খান, ইব্রাহিম খলিল, নাজমুল হাসান এলিন এবং মোসাদ্দেক আলী।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।