সিওয়াইবি রাবি শাখার নতুন সভাপতি মুরাদ, সম্পাদক মুন

1 week ago 9

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ হাসানকে সভাপতি এবং সংগীত বিভাগের তাহমিদ ফুয়াদ মুনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নোমান ইমতিয়াজ, লুৎফার রহমান, নিশাত নূও, রানা হোসাইন। যুগ্মসাধারণ সম্পাদক এস এম তাহমিদ হাসান, জাহিদ হাসান, ইমামুল হোসাইন, দেবু দাস। সাংগঠনিক সম্পাদক কৌশিক কুন্ডু কাব্য, দপ্তর সম্পাদক প্রিতম কুন্ডু, সহদপ্তর সম্পাদক সাদমান প্যারিস। অর্থ সম্পাদক কাওছার আহমেদ, সহঅর্থ সম্পাদক মো. হাফিজুর রহমান শুভ। প্রচার সম্পাদক মাহবুব হাসান, সহপ্রচার সম্পাদক এরশাদুল ইসলাম। তথ্য ও প্রকাশনা সম্পাদক তামজিদ হোসেন হৃদয়, সহতথ্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম মামুন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিমি আক্তার, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহানারা সুলতানা মিশু। ছাত্র কল্যাণ সম্পাদক তাজুল ইসলাম, সহছাত্র কল্যাণ সম্পাদক কৈলাশ চন্দ্র নাথ।

‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উপদেষ্টা হিসেবে আছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. এম মাহাবুবুর রহমান।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৭টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

Read Entire Article