সিগারেট না দেওয়ায় দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

2 months ago 41

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানিসহ ছয়জনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম মারুফ হাসান (২২)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ। তার বাবার নাম মো. মাখম মিয়া।

আহতরা হলেন, দোকানি জামায়াত নেতা ফুলমিয়া (৩৫), পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০) ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়াকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে মারুফ ফোন করে দলবল নিয়ে ফুল মিয়াকে আক্রমণ করতে যান। এ সময় পাশে থাকা বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত ছয়জন আহত হন।

এ ঘটনায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম রাজু, সাবেক জামাতের আমির নূরনবী প্রধান, গোবিন্দগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক রবিউল কবির মনু ও সদস্যসচিব আবু জাফর লেলিনসহ দলীয় নেতারা।

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফেরদৌস মিয়া বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

এ এইচ শামীম/আরএইচ/জেআইএম

Read Entire Article