সিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

2 weeks ago 9

ভারতের বিহার রাজ্যে একটি সিঙাড়াকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশুদের মধ্যে তুচ্ছ এক ঝগড়াকে ঘিরে শেষ পর্যন্ত এক কৃষকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি বিহারের ভোজপুর জেলার কৌলোদিহারি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত কৃষকের নাম চন্দ্রমা যাদব (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের এক শিশু সিঙাড়া কিনতে গিয়ে অন্য কয়েকজন শিশুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় ওই শিশুর সিঙাড়া ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধরও করা হয়।

বিষয়টি জানতে পেরে চন্দ্রমা যাদব ঘটনাস্থলে গিয়ে শিশুদের ঝগড়া থামানোর চেষ্টা করেন এবং দোকানের সামনে দাঁড়িয়ে সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঠিক তখনই এক নারী তলোয়ার হাতে নিয়ে যাদবের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পাটনা হাসপাতালে নেওয়া হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত নারী পলাতক বলে জানা গেছে। তাকে ধরতে অভিযান চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

Read Entire Article