সিঙ্গাপুর ওপেনে নিয়াজ-তাহসিনের জয়, হোঁচট ফাহাদের

1 month ago 24

সিঙ্গাপুরে চলমান সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে জিতেছেন বাংলাদেশের দুই দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদেমাস্টার তাহসনি তাজওয়ার জিয়া। তবে এ রাউন্ডে হোঁচট খেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

চার রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২.৫ পয়েন্ট নিয়ে ৬৩ নম্বরে আছেন। রোববার তিনি ড্র করেছেন ফিলিপাইনের মহিলা ফিদেমাস্টার মেনডোজা সানিয়ার সঙ্গে।

নিয়াজ মোর্শেদ ২.৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১০২ নম্বরে। এ রাউন্ডে তিনি হারিয়েছেন ভিয়েতনামের ডং থি হংকে। তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট নিয়ে আছেন ১৩২ নম্বরে। এ রাউন্ডে তিনি হারিয়েছেন মালয়েশিয়ার মহিলা ফিদেমাস্টার আফিফ আইনুল মারদিহাকে।

এ প্রতিযোগিতায় ৩৪ দেশের ২৮৫ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৭ জন গ্র্যান্ডমাস্টার।

আরআই/এমএমআর/জিকেএস

Read Entire Article