সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় ৫৬৯ কোটি টাকা

2 months ago 6

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের থেকে ৫৬৯ কোটি ২৯ হাজার ৩৬৩ টাকা ব্যয়ে এ এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’- অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৮-২৯ জুলাই ২০২৫ সময়ের জন্য ৩২তম) এলএনজি আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কিনতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ হাজার ৩৬৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৫২ মার্কিন ডলার।

জানা যায়, বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে তিনটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে তিনটি এবং খাদ্য মন্ত্রণালয়ের থেকে একটি প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে এ সাতটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে।

এর আগে গত ১৭ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৫-১৬ জুলাই ২০২৫ সময়ে ৩০তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি থেকে এ এক কার্গো এলএনজি আমদানির ব্যয় ধরা হয় ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। এ হিসেবে আগের তুলনায় এখন এক কার্গো এলএনজি আমদানিতে ৪৩ কোটি ৫৪ লাখ ৫ হাজার ১৯৭ টাকা কম ব্যয় হচ্ছে।

এমএএস/এমএএইচ/জেআইএম

Read Entire Article