১০ বছরে পা দিতে আর মাত্র ১০ দিন বাকি ছিলো আমান হোসেনের। কিন্তু এরই মধ্যে একটি অভাবনীয় ও বিস্ময়কর গৌরব অর্জন করে সে। নিজের চেয়েও বড় এই অর্জনে অভিভূত হয়ে পড়ে তার অভিভাবক, বন্ধুবান্ধব, স্কুল এমনকি আশপাশের পরিচিত মানুষরাও। আর হবেই বা না কেন! সিঙ্গেল ডাচ রোপে দড়ি লাফের পাশাপাশি, কোমড়ের চারপাশে হুলা হুপ ঘুরানোর বিশ্বরেকর্ডটি এখন তার দখলে।
মাত্র ১ মিনিটে সিঙ্গেল ডাচ রোপ ৫৯ বার লাফের পাশাপাশি, কোমরের... বিস্তারিত