‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’—ফেসবুকে ভাইরাল সংলাপ

5 hours ago 5

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কোরবানি ঈদের দিনে মুক্তিপ্রাপ্ত ছবি ‘উৎসব’-এর একটি সংলাপ। সিনেমার চরিত্র সৌম্য জ্যোতি এই সংলাপটি বলেন ‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’—যার মাধ্যমে তিনি স্ত্রী সাদিয়া আয়মানকে গ্রাম থেকে ঢাকায় আসতে বাধা দেন। এরপর তাদের সংসার জীবনের ইতি ঘটে।

সংলাপটি প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মিমসের এক প্রবাহ শুরু হয়। নেটিজেনরা সংলাপের সঙ্গে মিল রেখে মজার পোস্ট তৈরি করেছেন, যেমন, ‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমি ‘, ‘কোথাও গুলুমুলু বাচ্চা দেখলেই তার গাল টিপে দিতে হয় না জেসমিন’ এবং ‘ভাত খেতে বসলেই গোপাল ভাঁড় দেখতে হয় না জেসমিন’।

এই ভাইরাল মিমসের ব্যাপার নজরে আসে সিনেমার জেসমিন চরিত্রে অভিনয় করা সাদিয়া আয়মানের। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জেসমিনকে এবার একটু ছেড়ে দাও, প্লিজ! তোমরা এখন পুরো জাহাঙ্গীর হয়ে গেছ! জেসমিনের ডানা থাকলেও উড়বে, না থাকলেও উড়বে। জেসমিনদের কেউ আটকাতে পারে না।’ এই পোস্টও নেটিজেনদের মধ্যে সমর্থন পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই যা তা পোস্ট করতে হয় না জেসমিন।’

‘উৎসব’ সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তরুণ জাহাঙ্গীর চরিত্রে দেখা গেছে সৌম্য জ্যোতিকে, আর জেসমিন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি ও তরুণী জেসমিন চরিত্রে সাদিয়া আয়মান। ছবিতে এছাড়া রয়েছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারেক আনাম খান, ইন্তেখাব দিনার এবং সুনেরাহ বিনতে কামাল।

সংলাপটি এবং এর ভাইরাল মিমসের কারণে ‘উৎসব’ সিনেমা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Read Entire Article