সিটি মহারণের আগে এমবাপ্পেকে নিয়ে সুখবর পেল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বহুল আলোচিত ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি সংশয় কাটিয়ে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। যদিও তার বাঁ হাঁটুতে অস্বস্তি এখনো পুরোপুরি কাটেনি এবং বাম হাতের অনামিকায় চোট রয়েছে, তবুও ফরাসি তারকা খেলতে আগ্রহী—এটাই বড় আশার বার্তা। গত ৪৮ ঘণ্টায় এমবাপ্পের ওপর নিবিড় চিকিৎসা ও রিকভারি প্রক্রিয়া চালানো হয়। দীর্ঘ ফিজিওথেরাপি, কমপ্রেশন থেরাপিসহ বিভিন্ন ব্যবস্থার পর তাকে ম্যাচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য শেষ মুহূর্তে নেওয়া হবে—তিনি শুরু থেকেই খেলবেন নাকি প্রয়োজনে বেঞ্চ থেকে নামবেন, সেটি নির্ভর করবে ম্যাচের ঠিক আগের শারীরিক অবস্থার ওপর। বার্নাব্যুতে সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের উপস্থিতি রিয়ালের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস। চলতি মৌসুমে তিনিই দলের সবচেয়ে বেশি সময় মাঠে থেকেছেন—১৮৩৮ মিনিট। মাত্র ৫২ মিনিট বাইরে ছিলেন, অর্থাৎ প্রায় পুরো মৌসুমজুড়েই তিনি দলের ভরসা হয়ে খেলেছেন। পারফরম্যান্সের দিক থেকেও তিনি অনন্য। মৌসুমে রিয়াল মাদ্রিদের করা ৪৪ গোলের মধ্যে ২৫টি এসেছে এমবাপ্পের পা থেকে, যা মোট গোলের প

সিটি মহারণের আগে এমবাপ্পেকে নিয়ে সুখবর পেল রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বহুল আলোচিত ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি সংশয় কাটিয়ে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। যদিও তার বাঁ হাঁটুতে অস্বস্তি এখনো পুরোপুরি কাটেনি এবং বাম হাতের অনামিকায় চোট রয়েছে, তবুও ফরাসি তারকা খেলতে আগ্রহী—এটাই বড় আশার বার্তা।

গত ৪৮ ঘণ্টায় এমবাপ্পের ওপর নিবিড় চিকিৎসা ও রিকভারি প্রক্রিয়া চালানো হয়। দীর্ঘ ফিজিওথেরাপি, কমপ্রেশন থেরাপিসহ বিভিন্ন ব্যবস্থার পর তাকে ম্যাচ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য শেষ মুহূর্তে নেওয়া হবে—তিনি শুরু থেকেই খেলবেন নাকি প্রয়োজনে বেঞ্চ থেকে নামবেন, সেটি নির্ভর করবে ম্যাচের ঠিক আগের শারীরিক অবস্থার ওপর।

বার্নাব্যুতে সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের উপস্থিতি রিয়ালের জন্য আত্মবিশ্বাসের বড় উৎস। চলতি মৌসুমে তিনিই দলের সবচেয়ে বেশি সময় মাঠে থেকেছেন—১৮৩৮ মিনিট। মাত্র ৫২ মিনিট বাইরে ছিলেন, অর্থাৎ প্রায় পুরো মৌসুমজুড়েই তিনি দলের ভরসা হয়ে খেলেছেন।

পারফরম্যান্সের দিক থেকেও তিনি অনন্য। মৌসুমে রিয়াল মাদ্রিদের করা ৪৪ গোলের মধ্যে ২৫টি এসেছে এমবাপ্পের পা থেকে, যা মোট গোলের প্রায় ৫৭ শতাংশ। গড়ে প্রতি ম্যাচে ১.১৯ গোল এবং চ্যাম্পিয়নস লিগে প্রতি ৪৯ মিনিটে একটি গোল—এই পরিসংখ্যানই তার গুরুত্ব বুঝিয়ে দেয়।

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে একটি অস্বাভাবিক মুভমেন্ট থেকে বাঁ হাঁটুতে ব্যথা শুরু হয় এমবাপ্পের। ম্যাচ চলাকালে সমস্যাটা ততটা বোঝা না গেলেও পরবর্তীতে ব্যথা বাড়ে। যদিও আঙুলের চোট বড় কোনো বাধা ছিল না, সব চিন্তার কেন্দ্রে ছিল হাঁটু। শেষ পর্যন্ত মেডিকেল স্টাফের সবুজ সংকেত পেয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

এমবাপ্পে শুরুতে না খেললে বিকল্প হিসেবে একাধিক পরিকল্পনা রয়েছে কোচ জাবি আলোনসোর সামনে। তরুণ গঞ্জালো, এন্ড্রিকের মধ্যে কাউকে নামানো কিংবা পরিচিত ভিনিসিয়ুস–রদ্রিগো জুটিতে ফেরার সম্ভাবনাও খোলা আছে।

ইনজুরির কারণে দলে এখনো অনুপস্থিত কারভাহাল, মিলিতাও, আলাবা, মেন্ডি, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, হুইসেন ও কামাভিঙ্গা। এই পরিস্থিতিতে রিয়াল একাডেমি থেকে কয়েকজন তরুণকেও স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

সব সংশয়ের মাঝেও নিশ্চিত একটি বিষয়—এমবাপ্পে ম্যাচের স্কোয়াডে আছেন। যিনি এই মৌসুমে রিয়ালের অর্ধেকের বেশি গোলের নায়ক, দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। সিটির বিপক্ষে মহারণ শুরুর আগে এই খবর নিঃসন্দেহে রিয়াল শিবিরে স্বস্তির বড় কারণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow