প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার দেখেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
গত নভেম্বরেও ইতিহাদে ৪-০ গোলে সিটিকে হারানোর স্বাদ পেয়েছিল টটেনহাম। এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারা। যদিও শুরুটা হয়েছে ধীর গতিতে। ৩৫ মিনিটে শুরুর গোলটি করেছেন ব্রেনান জনসন। রিচার্লিসনের লো ক্রস থেকে জাল কাঁপান তিনি।
শুরুতে অবশ্য অফসাইড বলে গোলটিকে বাতিল করা হয়েছিল। পরে... বিস্তারিত