সিদ্ধান্ত কোচ-অধিনায়কের, শান্তর ভুল দেখছেন সাকিবও

3 months ago 30

অ্যান্টিগায় ছিল দিনের ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই দিক থেকে আক্রমণ শুরু করলেন স্পিনার দিয়ে। অথচ ভারতের ব্যাটাররা বরাবরই স্পিন খেলতে পটু।

টস থেকে শুরু করে বোলিং পরিবর্তনেও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানও প্রশ্ন তুললেন শান্তর সিদ্ধান্ত নিয়ে।

প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত কতটা সঠিক ছিল? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে একটি বা দুটি ম্যাচে রান তাড়া করেছে দলগুলো। সেটা ছাড়া প্রথমে ব্যাটিং করাই বেশিরভাগ দল বেছে নেয়। সেটা করে তারা সফলও। যদি আপনি পরিসংখ্যান দেখেন, হ্যাঁ, আগে ব্যাটিং নেওয়াটাই ভালো হতো। হয়তো অধিনায়ক এবং কোচ অন্যরকম ভেবেছে। তারা ভেবেছিল, যদি ভারতকে অল্প রানে আটকে দিতে পারি, তবে আমরা জানব কত রান তাড়া করতে হবে। সম্ভবত এজন্যই আমরা আগে বোলিং নিয়েছিলাম।’

ভারতের ব্যাটিং ওপেন করেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। বাংলাদেশ শেখ মেহেদিকে দিয়ে প্রথম ওভার এবং দ্বিতীয় ওভার করায় আরেক স্পিনার সাকিবকে দিয়ে। ভারত যেখানে স্পিন ভালো খেলে, সেখানে দুই স্পিনার দিয়ে কেন বোলিং শুরু করা? সাকিব এর উত্তর জানেন না।

সাকিব বলেন, ‘এটা আমার জন্য ব্যাখ্যা দেওয়া কঠিন। এটা কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নেয়, কে বল করবে, কখন করবে। তাই আমার জন্য এটার কারণ ব্যাখ্যা করা কঠিন। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি, উইকেট কিছুটা স্লো এবং শুকনো মনে হচ্ছিল শুরুতে। অধিনায়ক হয়তো মনে করেছে, স্পিনাররা সাহায্য পাবে, সেটা পায়নি।’

টসের সিদ্ধান্তে আপনার মতামত নেওয়া হয় কিনা? এমন প্রশ্নে সাকিবের সোজাসাপ্টা উত্তর, ‘না।’

পরে আরেকবার এই প্রসঙ্গ তোলা হয়েছিল। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সাকিব দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার, খেলেছেন সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিলে ভালো হতো কিনা?

এবার সাকিব বলেন, ‘বিষয়টা আসলে অভিজ্ঞতা বা সিনিয়র ক্রিকেটার এগুলোর বিষয় না। দলের অধিনায়ক একজন থাকবে, সিদ্ধান্ত তার। যদি আমরা ভালো করতাম, অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়ককে নিয়ে আমরা প্রশ্ন তুলি। এটা খুবই স্বাভাবিক, যুক্তিযুক্ত। খেলাটা এমনই। যদি এমন হতো প্রথম দুই ওভারে আমরা দুটো উইকেট নিয়ে নিয়েছি, তখন আসলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। সেটি যখন হয়নি, স্বাভাবিকভাবেই মনে হয়েছে এই উইকেটে আগে ব্যাটিং করলে ভালো হতো। ’

সুপার এইটপর্বে টানা দুই ম্যাচে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। যা একটু সুযোগ আছে কেবলই কাগজে-কলমে। বাস্তবতা যদিও অনেক দূরে। শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেও অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে টাইগারদের।

বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা আর আছে কিনা? সাকিবের পরিষ্কার উত্তর, ‘সত্যি করে বলতে আমি মনে করি না, আজকের হারের পর আর সেমিফাইনাল খেলার সুযোগ আছে। তবে পরের ম্যাচটা আমাদের জন্য একটা সুযোগ, আরেকটা জয় তুলে নেওয়ার। যাতে ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।’

বিশ্বসেরা অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা আফগানিস্তানের মোকাবেলা করব, যারা খুব ভালো দল। তাই তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা দিয়েই লড়তে হবে।‘

এমএমআর/

Read Entire Article