সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

2 days ago 3

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, শুভ (২২) ও ইমন (২১)। তারা উভয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মোটরসাইকেলযোগে তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজন পড়ে যান। এ সময় দ্রুতগতিতে যাওয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, আমরা ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছি। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছি।

মো. আকাশ/আরএইচ/এএসএম

Read Entire Article