সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

সিনিয়র নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক বদিউল আলম বাবু।  সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক স্ট্যাটাসে বদিউল আলম লেখেন, ‘অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি এবং দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলার শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম। শুরু থেকেই দেখতে পাচ্ছি- সিনিয়রদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা ১৮ অক্টোবর-২০২৫ তারিখের মিটিংয়ে জেলা সমন্বয়কারীর উপস্থিতিতে প্রতিফলনের আরেকটি দৃষ্টান্ত।’ ‘এমন সিনিয়রদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে আছি। সীমা লঙ্ঘন করলে এর জবাব দিতেই হবে।স্বেচ্ছায় স্বজ্ঞানে এই কাণ্ডজ্ঞানহীন অপরাজনীতির ঘরোয়া টিমের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। উন্নত মানসিকতার নতুনত্ব আসলে আবার ফিরে আসব, ইনশাআল্লাহ। আগামী কমিটিতে নাম লাগবে না, সক্রিয় সদস্য হয়ে থাকব।’ এনসিপির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. ফরহাদ আহম

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

সিনিয়র নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক বদিউল আলম বাবু। 

সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে বদিউল আলম লেখেন, ‘অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি এবং দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলার শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম। শুরু থেকেই দেখতে পাচ্ছি- সিনিয়রদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা ১৮ অক্টোবর-২০২৫ তারিখের মিটিংয়ে জেলা সমন্বয়কারীর উপস্থিতিতে প্রতিফলনের আরেকটি দৃষ্টান্ত।’

‘এমন সিনিয়রদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে আছি। সীমা লঙ্ঘন করলে এর জবাব দিতেই হবে।স্বেচ্ছায় স্বজ্ঞানে এই কাণ্ডজ্ঞানহীন অপরাজনীতির ঘরোয়া টিমের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। উন্নত মানসিকতার নতুনত্ব আসলে আবার ফিরে আসব, ইনশাআল্লাহ। আগামী কমিটিতে নাম লাগবে না, সক্রিয় সদস্য হয়ে থাকব।’

এনসিপির চাঁদপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. ফরহাদ আহমেদ বলেন, বদিউল আলম বাবু পদত্যাগের ঘোষণা ফেসবুকে দিয়েছেন। অফিসিয়ালভাবে কোনো পদত্যাগপত্র এখনো জমা দেয়নি।

সদ্য পদত্যাগ করা বদিউল আলম বাবু কালবেলাকে বলেন, রাজনীতির মাঠে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে সবার আগে। হুমকি-ধমকি আর গালাগালি কখনোই রাজনীতির পথকে সুগম করে না। এমন হ-য-ব-র-ল ও অনিয়মতান্ত্রিক কমিটিতে থেকে কখনোই সাধারণ জনগণের পাশে থেকে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারব না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow