টালিউডের সিনেমা এবার বক্স অফিসে কাঁপাচ্ছে। দেবের ‘খাদান’ দর্শকরা লুফে নিয়েছে। ভারতীয় বাংলা বাণিজ্যিক সিনেমার হারানো গৌরব পুনরুদ্ধার করে দেব এখন প্রশংসায় ভাসছেন। নিজের সিনেমার এমন সাফল্য দেখে আজ (২৩ ডিসেম্বর) ভোরে কালীঘাটে গিয়ে পূজা দিয়েছেন টালিউডের এ সুপারস্টার।
গত ২০ ডিসেম্বর একসঙ্গে ৪টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২’র দাপটে হল না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। তবে মুক্তির ১২ ঘণ্টা আগেই দেখা যায়, রাজ্যজুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে ‘খাদান’। সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিনেমাটি।
চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, দেবের হাত ধরেই যে টালিউডের বাণিজ্যিক সিনেমার সুদিন ফিরেছে। শেষ কবে কোন বাংলা সিনেমা দিনে ১ কোটি রুপি আয় করেছে, সে হিসেব দেওয়া কঠিন! টালিউডের এখনো পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডে দাবিদার দেব। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাত্রাযুক্ত করলেন এ অভিনেতা।
আজ দুই প্রযোজনা প্রতিষ্ঠান ‘সুরিন্দর ফিল্মস’ এবং ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’র পক্ষ থেকে বক্স অফিসের হিসেব প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ‘খাদান’ দুরন্ত গতিতে ছুটছে। মাত্র ৩ দিনেই সাড়ে ৩ কোটি রুপি আয় করেছে এ সিনেমা। বক্স অফিসে এমন ঝড় দেখে আজ কালীঘাটে নিজে গিয়ে পূজা দিলেন দেব। সঙ্গে ইধিকা পালকেও দেখা গেছে।
কালীঘাটের মন্দির চত্বরে দেবকে দেখতে স্বাভাবিকভাবেই উপচেপড়া ভিড় দেখা গেছে। সুযোগ বুঝে ভক্তদের কেউ কেউ আবার সেলফিও তুলেছেন। হাসিমুখে সবার আবদার মিটিয়ে সেলফি তুলেছেন তিনি।
এমএমএফ/এএসএম