সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়

বলিউডে ফের বড় চমক। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’–এর তৃতীয় কিস্তিতে যুক্ত হলেন রানি মুখার্জি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার  প্রতিবেদন অনুযায়ী, ‘ও মাই গড ৩’–এর অভিনয়শিল্পীদের দলে যোগ দিয়েছেন ৯০–এর দশকের দুই আইকনিক তারকা—রানি মুখার্জি ও অক্ষয় কুমার। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এই কাস্টিংকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম বড় কাস্টিং। ‘ও মাই গড’ অক্ষয় কুমারের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। রানি মুখার্জির অন্তর্ভুক্তি ছবির গল্পে নতুন মাত্রা ও গভীরতা যোগ করবে।’ সূত্রের দাবি, ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালনায় থাকছেন আগের কিস্তির সফল নির্মাতা অমিত রাই। এদিকে অক্ষয় কুমার শুরু থেকেই চেয়েছিলেন যে ‘ও মাই গড ৩’ গল্প, আবেগ এবং অভিনয়ের দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাক। রানি মুখার্জির যোগদান সেই লক্ষ্যকে আরও দৃঢ় হচ্ছে বলে আশাবাদী পরিচালক টিম। ‘ও মাই গড’

সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়
বলিউডে ফের বড় চমক। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ও মাই গড’–এর তৃতীয় কিস্তিতে যুক্ত হলেন রানি মুখার্জি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার  প্রতিবেদন অনুযায়ী, ‘ও মাই গড ৩’–এর অভিনয়শিল্পীদের দলে যোগ দিয়েছেন ৯০–এর দশকের দুই আইকনিক তারকা—রানি মুখার্জি ও অক্ষয় কুমার। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। এই কাস্টিংকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে অন্যতম বড় কাস্টিং। ‘ও মাই গড’ অক্ষয় কুমারের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। রানি মুখার্জির অন্তর্ভুক্তি ছবির গল্পে নতুন মাত্রা ও গভীরতা যোগ করবে।’ সূত্রের দাবি, ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালনায় থাকছেন আগের কিস্তির সফল নির্মাতা অমিত রাই। এদিকে অক্ষয় কুমার শুরু থেকেই চেয়েছিলেন যে ‘ও মাই গড ৩’ গল্প, আবেগ এবং অভিনয়ের দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাক। রানি মুখার্জির যোগদান সেই লক্ষ্যকে আরও দৃঢ় হচ্ছে বলে আশাবাদী পরিচালক টিম। ‘ও মাই গড’ (২০১২) এবং ‘ও মাই গড ২’ (২০২৩)—উভয় ছবিই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক বার্তা, ধর্মীয় বিশ্বাস ও মানবিক প্রশ্নকে বিনোদনের মোড়কে উপস্থাপন করে এই ফ্র্যাঞ্চাইজি হিন্দি সিনেমায় একটি আলাদা পরিচিতি তৈরি করেছে। ইতোমধ্যেই অক্ষয় কুমারের ‘ও মাই গড’ ইউনিভার্সে প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তার সঙ্গে রানি মুখার্জির সংযোজন সেই আগ্রহ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুই শক্তিশালী অভিনয়শিল্পীর উপস্থিতি এবং অমিত রাইয়ের সামাজিকভাবে প্রাসঙ্গিক গল্প বলার দক্ষতা মিলিয়ে ‘ও মাই গড ৩’ বর্তমানে নির্মাণাধীন সবচেয়ে প্রতীক্ষিত বলিউড ছবিগুলোর একটি হয়ে উঠেছে। ছবিটি নিয়ে শিগগিরই নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow