সিন্ডিকেট ভাঙতে পারলে ভিসা খরচ কমবে

2 hours ago 6

কুয়েত প্রতিনিধি

কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে ভিসার খরচ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মঙ্গলবার কুয়েতে বাংলাদেশি মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, ভালো বেতনে দক্ষ শ্রমিকরা আসতে কম খরচ হয়। কিন্তু স্বল্প আয়ের শ্রমিকদের ক্ষেত্রে ভিসার দাম ৭ লাখ ৮ লাখ টাকা নেওয়া হয়। দালালরা নিজেরা পছন্দমতো লোক সিলেক্ট করতে পারে তাই নিজের ইচ্ছেমতো দামে ভিসা বিক্রি করে থাকে। এজন্য আমরা চাইছি অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর মতো ডাটাবেজ তৈরি করতে।

বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে লামানার বাতিলের বিষয়ে ও আলোচনা হয় এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে। স্থানীয় কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায় প্রতিনিধি দলে সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি তারাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

৪ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতে আসেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। বৈঠক শেষে ৬ নভেম্বর দেশে ফিরবেন পররাষ্ট্র উপদেষ্টা।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সময় উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কাউন্সিলর ও দূতালায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

এমআরএম

Read Entire Article