সিবগাতুর রহমানের কবিতা: তৃষ্ণিত আঁখি

2 months ago 7

নিত্য তোমাতে মাখামাখি তবু
তোমার দেখা না পাই,
ওগো সুন্দর তব রূপের সাগরে
ডুবিয়া মরিতে চাই।

তোমার পিয়াসে কতদিন যায়
কত নিশি হয় ভোর,
দেখিতে তোমায় সদা কেঁদে যায়
এই দুটি আঁখি মোর।

দেখিতে তোমারে হে সুন্দরতম
জাগি নিশি একেলা,
তৃষ্ণিত আঁখি খোঁজে অবিরত
উতলা সারাবেলা।

ডাকি তোমায় কত মধুর নামে
সকাল দুপুর ও সাঁঝে,
নয়নে তোমারে পাই না দেখিতে
রেখেছি হৃদয় মাঝে।

ওগো প্রিয়তম খুঁজছি তোমারে
জীবনের মোড়ে মোড়ে,
দেখা দিয়ে মোর মিটাও পিয়াস
রেখো নাগো আর দূরে।

এসইউ/জেআইএম

Read Entire Article