সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফোনে কল করা, ইন্টারনেট ব্যবহার বা মেসেজ পাঠানো—সবকিছুর জন্যই দরকার একটি ছোট্ট জিনিস, সিম কার্ড। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, প্রতিটি সিম কার্ডের এক কোনা কাটা থাকে? বিষয়টি দেখতে খুব সাধারণ হলেও এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কারণ। অনেকে ভাবেন, এটি হয়তো শুধু ডিজাইনের জন্য। আসলে তা নয়। এই ছোট্ট কাটাটির সঙ্গে জড়িয়ে আছে ব্যবহারকারীর সুবিধা ও ফোনের নিরাপত্তা। সঠিকভাবে সিম বসানোর সুবিধা সিম কার্ডের পুরো নাম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এর ভেতরেই থাকে আপনার নম্বর ও নেটওয়ার্কের প্রয়োজনীয় তথ্য। সিম কার্ড যদি উল্টো বা ভুলভাবে ফোনে ঢোকানো হয়, তাহলে ফোন সেটি চিনতে পারবে না। এই সমস্যা এড়াতেই সিম কার্ডের এক কোনা কাটা থাকে। এতে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন, কোন দিক দিয়ে সিম বসাতে হবে। একইভাবে মোবাইলের সিম ট্রেতেও ওই কাটা কোনার মতো জায়গা রাখা হয়, যাতে সিম শুধু নির্দিষ্ট একটি অবস্থানেই বসে। ফোন ও সিমের নিরাপত্তা ভুলভাবে সিম ঢোকালে শুধু নেটওয়ার্ক সমস্যা নয়, ফোনের ভেতরের যন্ত্রাংশেরও ক্ষতি হতে পারে। সিম ট্রে বা চিপে চাপ পড়তে পারে। কোনা কাটা থাকা

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে
মোবাইল ফোন এখন আমাদের নিত্যদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফোনে কল করা, ইন্টারনেট ব্যবহার বা মেসেজ পাঠানো—সবকিছুর জন্যই দরকার একটি ছোট্ট জিনিস, সিম কার্ড। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, প্রতিটি সিম কার্ডের এক কোনা কাটা থাকে? বিষয়টি দেখতে খুব সাধারণ হলেও এর পেছনে আছে গুরুত্বপূর্ণ কারণ। অনেকে ভাবেন, এটি হয়তো শুধু ডিজাইনের জন্য। আসলে তা নয়। এই ছোট্ট কাটাটির সঙ্গে জড়িয়ে আছে ব্যবহারকারীর সুবিধা ও ফোনের নিরাপত্তা। সঠিকভাবে সিম বসানোর সুবিধা সিম কার্ডের পুরো নাম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এর ভেতরেই থাকে আপনার নম্বর ও নেটওয়ার্কের প্রয়োজনীয় তথ্য। সিম কার্ড যদি উল্টো বা ভুলভাবে ফোনে ঢোকানো হয়, তাহলে ফোন সেটি চিনতে পারবে না। এই সমস্যা এড়াতেই সিম কার্ডের এক কোনা কাটা থাকে। এতে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন, কোন দিক দিয়ে সিম বসাতে হবে। একইভাবে মোবাইলের সিম ট্রেতেও ওই কাটা কোনার মতো জায়গা রাখা হয়, যাতে সিম শুধু নির্দিষ্ট একটি অবস্থানেই বসে। ফোন ও সিমের নিরাপত্তা ভুলভাবে সিম ঢোকালে শুধু নেটওয়ার্ক সমস্যা নয়, ফোনের ভেতরের যন্ত্রাংশেরও ক্ষতি হতে পারে। সিম ট্রে বা চিপে চাপ পড়তে পারে। কোনা কাটা থাকার কারণে ফোন সিমটিকে সঠিকভাবে বসাতে পারে এবং ভেতরের হার্ডওয়্যার নিরাপদ থাকে। আন্তর্জাতিক মান অনুযায়ী নকশা সিম কার্ডের আকার ও নকশা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সংস্থা এই নকশা ঠিক করে দিয়েছে, যাতে যে কোনো কোম্পানির ফোনে একই ধরনের সিম ব্যবহার করা যায়। এক কোনা কাটা থাকাও এই মানদণ্ডেরই অংশ। ব্যবহারকারীর সুবিধাই মূল কথা সব মিলিয়ে সিম কার্ডের এক কোনা কাটা থাকার মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে বিভ্রান্তি থেকে বাঁচানো। যাতে কেউ সহজেই, বাড়তি চিন্তা ছাড়াই সঠিকভাবে সিম সেট করতে পারেন। এতে যেমন নেটওয়ার্ক সমস্যা কমে, তেমনি ফোনও থাকে নিরাপদ। একটি ছোট্ট কাটার পেছনে যে এত বড় প্রয়োজন লুকিয়ে আছে, তা জানলে বিষয়টি আর সাধারণ মনে হয় না। সূত্র : টিভি নাইন বাংলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow