সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ–কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়ি এলাকার দত্তবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম হোসেন সিরাজগঞ্জ শহরের খোকশাবাড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী দ্রুতগতির গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক পিপুলবাড়ি অতিক্রম করে দত্তবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক শামিম হোসেন মারা যান। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

সিরাজগঞ্জে গাছের গুড়ি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ–কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়ি এলাকার দত্তবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিম হোসেন সিরাজগঞ্জ শহরের খোকশাবাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী দ্রুতগতির গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক পিপুলবাড়ি অতিক্রম করে দত্তবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালক শামিম হোসেন মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow