পাঁচ বছর আগে জন্মের সময় তার নাম রাখা হয় ‘কালু মাস্তান’। পরে নামের মতোই হয়ে ওঠে দেহের গঠন। হাবভাব আর চলাফেরায় আয়েশি ভঙ্গিমা। ওজনও দাঁড়িয়ে প্রায় ৩০ মণে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামে খামারি আব্দুল বারিক ভূঁইয়ার খামারে বেড়ে উঠেছে ফিজ্রিয়ান জাতের বিশাল ষাঁড়টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর কোরবানির হাটে তোলা হয়েছিল কালুকে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বাড়িতেই... বিস্তারিত