সিরাজগঞ্জের কাজীপুরে এক হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৬ মে) সকালে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভূঁইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ জাগো নিউজকে বলেন, প্রত্যেক উপজেলায় এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এম এ মালেক/আরএইচ/এমএস

5 months ago
44









English (US) ·