সিরাজগঞ্জে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ২ ডিগ্রিতে

সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জেলার এবছরের সর্বনিম্ন। সকালের ঘন কুয়াশায় যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে। কুয়াশার সাথে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। এ অবস্থায় তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। শীতের কারনে রাস্তায় কম মানুষ বের হচ্ছে। কনকনে শীতে নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারছে না। কৃষকরা পরিচর্যার জন্য ক্ষেতে যেতে পারছে না। ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। হাসপাতালগুলোতে শীতজনিত রোগ অ্যাজমা, শ্বাসকস্ট, হাঁপানি, সর্দি ঠান্ডা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজ না থাকায় দরিদ্র মানুষ আর্থিক সংকট দেখা দিয়েছেন। এছাড়াও শীতবস্ত্রেরও তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার থেকে যে কম্বল বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনা অপ্রতুল। সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সকাল ৯ টায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহ

সিরাজগঞ্জে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ২ ডিগ্রিতে

সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জেলার এবছরের সর্বনিম্ন। সকালের ঘন কুয়াশায় যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে।

কুয়াশার সাথে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। এ অবস্থায় তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। শীতের কারনে রাস্তায় কম মানুষ বের হচ্ছে। কনকনে শীতে নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারছে না। কৃষকরা পরিচর্যার জন্য ক্ষেতে যেতে পারছে না। ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও বয়োবৃদ্ধরা।

হাসপাতালগুলোতে শীতজনিত রোগ অ্যাজমা, শ্বাসকস্ট, হাঁপানি, সর্দি ঠান্ডা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজ না থাকায় দরিদ্র মানুষ আর্থিক সংকট দেখা দিয়েছেন। এছাড়াও শীতবস্ত্রেরও তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার থেকে যে কম্বল বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনা অপ্রতুল।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সকাল ৯ টায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়াও সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সকাল ৯ টা সকাল সর্বনিম্ন ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow