সিরাজগঞ্জ সদরে আব্দুল বারী সেখ (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার বহুলী বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। আব্দুল বারী সেখ বহুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি আব্দুল বারী সেখের কয়েকটি দাগের জমি জোরপূর্বক দখলে নিয়েছে একই গ্রামের এক ব্যক্তি। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে গত রাত সাড়ে ৭টার দিকে বহুলী বাজার দিকে যাওয়ার পথে বারী সেখের ওপর আতঙ্কিত হামলা চালিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এরপর আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আজ সকালে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার পর অভিযান চালিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম প্রকাশ করেননি।
এম এ মালেক/এমআইএইচএস