সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় দলিল লেখক কারাগারে

21 hours ago 7

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলায় আনিসুর রহমান নামে এক দলিল লেখককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শনিবার (৫ এপ্রিল) শাহজাদপুর চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামি আনিসুর রহমান গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের পেশায় নিয়োজিত। 

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের সবুজ আহমেদের সঙ্গে একই গ্রামের আনিসুর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে আনিসুর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে সবুজ আহমেদের বাড়িতে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে সবুজ আহমেদকে বেধড়ক মারধর করা হয়। এতে সবুজ আহমেদ, তার মা ও ছোট ভাই আহত হন। এ সময় সবুজের স্ত্রী মারুফাকে শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় বাদী অভিযোগ করেন। 

এসআই আব্দুল খালেক বলেন, হামলার ঘটনায় গত শুক্রবার রাতে সবুজের স্ত্রী মারুফা পারভীন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই প্রধান আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

Read Entire Article