আর কয়দিন পরেই কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে কোরবানির পশুর হাটে আনা হয়েছে প্রচুর গরু। তবে ক্রেতা কম থাকায় লোকসানের শঙ্কার কথো জানিয়েছেন ক্রেতারা। সেই গত দুদিনের তুলনায় গরুর দামও কম বলে জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া, শালুয়াভিটা, রতনকান্দি, চান্দাইকোনা, তালগাছি, সোহাগপুর, পোড়াবাড়ি, সমেশপুর, কামারখন্দ, বলরামপুর, তাড়াশ ও কাজিপুরে প্রতি বছরের মতো এবারও... বিস্তারিত