সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন (৪২) কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, সকালে আট বছর বয়সী ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন সাবিনা। পথে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত রয়েছে। তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে মামলা করার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন (৪২) কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, সকালে আট বছর বয়সী ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন সাবিনা। পথে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত রয়েছে।
তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে মামলা করার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?