সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ আব্দুর রহমান নামে এক কিশোর মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামারচর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুরগামী মাহী আজমেরী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তল্লাশিকালে বাসের যাত্রী আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে বাসের ছাদে রাখা তার বাইসাইকেলের সিট কভারের নিচে থাকা একটি পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত কিশোর আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ আব্দুর রহমান নামে এক কিশোর মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামারচর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুরগামী মাহী আজমেরী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিকালে বাসের যাত্রী আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে বাসের ছাদে রাখা তার বাইসাইকেলের সিট কভারের নিচে থাকা একটি পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত কিশোর আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে।
What's Your Reaction?