সিরিজ বাঁচাতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টস ভাগ্য সঙ্গে পেল না বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে ২৯৪ রানের বড় সংগ্রহ গড়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই পরাজয়ের ক্ষত ভুলে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। একাদশে এসেছে একটি পরিবর্তন — তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন পেসার শরীফুল ইসলাম।
প্রথম ম্যাচে অধিনায়ক মিরাজ ব্যাট হাতে ৭৪ রানের ইনিংস খেললেও তার ধীরগতির ব্যাটিং ছিল সমালোচনার বিষয়। সেই ম্যাচে হারের ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১১ ওয়ানডে অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে টাইগারদের। আজকের ম্যাচে জয় না পেলে শেষ হয়ে যাবে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ধারা।
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি বাংলাদেশ। সেই রেকর্ড ধরে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, এভিন লুইস, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মিন্ডলে, গুড়াকেশ মোতি, জেইডেন সিলস।