সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সরকারপন্থি বিক্ষোভ মঙ্গলবার সহিংস রূপ নেয়। আলাওয়াইট অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তির ওপর হামলার ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্র শাফাক নিউজকে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান শুরু করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়ার আল-জুমহুরিয়া সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় তিশরিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে আল-জিরা এলাকায়ও বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা আরও জানায়, বেন্ট আল-শাওয়িশ এলাকায় গ্রেনেডের বিস্ফোরণ শোনা গেছে। পুরো লাতাকিয়া শহরে ভারী নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার পেছনে সাম্প্রতিক আলাওয়াইট বিক্ষোভকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আলাওয়াইটরা জীবনযাত্রার অবনতি এবং তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগিত নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে। হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় নতুন করে আলাওয়াইট বিক্ষোভ শুরু হওয়ায় সেনা সমর্থন নিয়ে অতিরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সরকারপন্থি বিক্ষোভ মঙ্গলবার সহিংস রূপ নেয়। আলাওয়াইট অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তির ওপর হামলার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্র শাফাক নিউজকে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হামলায় জড়িতদের শনাক্ত করে ধরতে অভিযান শুরু করেছে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লাতাকিয়ার আল-জুমহুরিয়া সড়ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় তিশরিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে আল-জিরা এলাকায়ও বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তারা আরও জানায়, বেন্ট আল-শাওয়িশ এলাকায় গ্রেনেডের বিস্ফোরণ শোনা গেছে। পুরো লাতাকিয়া শহরে ভারী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সহিংসতার পেছনে সাম্প্রতিক আলাওয়াইট বিক্ষোভকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় আলাওয়াইটরা জীবনযাত্রার অবনতি এবং তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগিত নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে।

হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। উপকূলীয় এলাকায় নতুন করে আলাওয়াইট বিক্ষোভ শুরু হওয়ায় সেনা সমর্থন নিয়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow