সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিরিয়ায় বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, চলতি বছরের শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘর্ষের সময় সংঘটিত সহিংসতায় জড়িত তিনটি সশস্ত্র গোষ্ঠী ও চারজন কমান্ডারকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই সংঘর্ষে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের অর্থায়নে সহায়তার অভিযোগে দুই ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক সামরিক কমান্ডার ও আসাদপন্থি মিলিশিয়া নেতা গাইথ দাল্লা, সাবেক শাসকগোষ্ঠীর কমান্ডার মিকদাদ ফাতিহা, সুলতান সুলেইমান শাহ মিলিশিয়ার প্রধান মোহাম্মদ আল-জাসিম এবং হামজা ডিভিশনের কমান্ডার সাইফ বোলাদ। এ ছাড়া সিরিয়া-রাশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ী মুদাল্লাল খৌরি ও ইমাদ খৌরিকেও তালিকাভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানি পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ই

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিরিয়ায় বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘর্ষের সময় সংঘটিত সহিংসতায় জড়িত তিনটি সশস্ত্র গোষ্ঠী ও চারজন কমান্ডারকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওই সংঘর্ষে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের অর্থায়নে সহায়তার অভিযোগে দুই ব্যবসায়ীর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক সামরিক কমান্ডার ও আসাদপন্থি মিলিশিয়া নেতা গাইথ দাল্লা, সাবেক শাসকগোষ্ঠীর কমান্ডার মিকদাদ ফাতিহা, সুলতান সুলেইমান শাহ মিলিশিয়ার প্রধান মোহাম্মদ আল-জাসিম এবং হামজা ডিভিশনের কমান্ডার সাইফ বোলাদ।

এ ছাড়া সিরিয়া-রাশিয়া সংশ্লিষ্ট ব্যবসায়ী মুদাল্লাল খৌরি ও ইমাদ খৌরিকেও তালিকাভুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোম্পানি পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার বলেন, এসব পদক্ষেপ সিরিয়ার শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যৎ নষ্টকারীদের জন্য স্পষ্ট বার্তা।

উল্লেখ্য, চলতি বছরেই সিরিয়ায় সরকার পরিবর্তনের পর দেশটির কিছু সরকারি প্রতিষ্ঠানের ওপর আরোপিত সম্পদ জব্দের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাজ্য।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow