সিরিয়ার সরকারি রেডিও-টিভি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে

4 weeks ago 18

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি। তবে তার গন্তব্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে। বিদ্রোহীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি রেডিও ও টেলিভিশন ভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এসব স্থাপনাগুলো সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে যখন ১৯৫০ এবং ৬০ এর দশকে সিরিয়ায় অভ্যুত্থান ঘটেছিল। বিদ্রোহীদের এই দখল সরকারী বাহিনীর অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দেয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে ‘স্বাধীনতা’ স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে অনেকে পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে গান গাইছে এবং আনন্দ উদযাপন করছে।

বিদ্রোহী বাহিনী সিরিয়ার সেনাদের শহর থেকে সরিয়ে দেওয়ার পর, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে গোলাগুলির উৎস এখনো স্পষ্ট হয়নি।

এদিকে প্রেসিডেন্ট আসাদের পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করছে।

Read Entire Article