সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা : কে হবেন প্রধান?

2 months ago 15

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর, বিদ্রোহী জোটগুলো দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা করছে। বিদ্রোহীদের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। 

সোমবার (৯ ডিসেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

বিদ্রোহী জোটের নেতা আল জোলানি ইতোমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে আলোচনা করেছেন।

অন্যদিকে, আল জাজিরা জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের একটি ছোট এলাকার দায়িত্বে ছিলেন এবং আশা করা হচ্ছে, তার নেতৃত্বে নির্বাচনের আয়োজন করা হবে।

মোহাম্মদ আল বশির ১৯৮৩ সালে সিরিয়ার ইদলিব প্রদেশে জন্মগ্রহণ করেন এবং চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের (এসএসজি) প্রধান মনোনীত হন। তিনি এর আগে এসএসজির মানবিক ও উন্নয়নবিষয়কমন্ত্রী ছিলেন।

এদিকে, সিরিয়ার স্বাধীনতা ও ন্যায্যতার জন্য ফিলিস্তিনি সংগঠন হামাস অভিনন্দন জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Read Entire Article