সিরিয়ায় আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্ররা। এছাড়া, ২০১৬ সালের পর প্রথমবারের মতো শহরটির বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান।
গত বুধবার থেকে বিদ্রোহীরা রাশিয়া এবং ইরান-সমর্থিত সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এইচটিএস এবং তাদের মিত্ররা আলেপ্পোর সরকারি ভবন, কারাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং সরকারি বাহিনীর তেমন কোনো প্রতিরোধের মুখোমুখি হয়নি।
আরও পড়ুন>>
এছাড়া, বিদ্রোহীরা আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সারাকিব শহরও দখল করেছে।
অবজারভেটরি জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিদ্রোহী এবং তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ১৮৩ জন, ১০০ জন সরকারি বাহিনী ও মিত্র বাহিনীর সদস্য এবং ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিদ্রোহীদের গোলাবর্ষণে আলেপ্পোতে একটি ছাত্রাবাসে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
অবজারভেটরি জানিয়েছে, আলেপ্পোর গভর্নর এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা শহরের কেন্দ্রস্থল থেকে সরে গেছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিছু এলাকায় বিদ্রোহীদের প্রতিহত করেছে এবং পুনর্দখল করেছে।
একসময় সিরিয়ার অন্যতম প্রধান শিল্পকেন্দ্র আলেপ্পো। শহরটি এখন ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন হুমকি সৃষ্টি করছে।
সূত্র: এএফপি
কেএএ/