সিরিয়ায় শিগগির দূতাবাস পুনরায় চালু করবে কাতার

2 weeks ago 8

বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বানও জানানো হয়েছে।

এদিকে বুধবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় তাদের দূতাবাস চালু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শিগগিরই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল-আসাদ দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। ইতালির করিয়ের ডেলা সেরা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সিরিয়ার সব মানুষ ও সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে।

মোহাম্মদ আল-বশির বলেন, সিরিয়া এখন মুক্ত। সিরিয়া নিজের গৌরব এবং সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। তাই বিদেশে থাকা সব সিরীয় নাগরিকের প্রতি আমার আবেদন আপনারা দেশে ফিরে আসুন।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশীগুলোতে আশ্রয় নিয়েছিল। বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরীয় নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

তবে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। সাধারণ নাগরিকরা রাস্তায় বেরিয়ে আনন্দ-উল্লাস করছেন, আসাদ পালিয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন।

এমন পরিস্থিতিতে যেসব নাগরিকরা প্রতিবেশী তুরস্ক ও লেবাননে আশ্রয় নিয়েছিলেন তারা এখন ফিরতে শুরু করেছেন। বহু শরণার্থীকে দেখা গেছে সীমান্ত দিয়ে সিরায়ায় প্রবেশ করেছেন। এ সময় তাদের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে দেখা গেছে।

টিটিএন

Read Entire Article