মেরামতের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এজন্য ১০ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ১ মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এ সময়ে সেতুর ওপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।
এছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
আহমেদ জামিল/জেএইচ