সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

11 hours ago 7

সিলেটে মসজিদের সামনে যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাপড়ি রেস্টুরেন্ট ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের যাত্রী ছাউনি নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা এবং পাপড়ি রেস্টুরেন্টের মালিক জুবায়ের আহমদ লিটনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। শুক্রবার রাতে লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ড্রেন নির্মাণকাজ চলাকালে যাত্রী ছাউনি ভাঙা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, মসজিদের সামনে যাত্রী ছাউনি নিয়ে বিএনপি নেতা আমিনুর ও লিটনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন ও চারটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সংবাদ পেয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Read Entire Article