সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১২তম বিপিএলের নিলাম শেষ হয়েছে। নাঈম শেখ, তাওহীদ হৃদয়, লিটন দাসদের নিয়ে তুমুল আলোচনার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল বিসিবি—যা এবারের আসরের সূচিতে বড় পরিবর্তন এনে দিল। প্রাথমিক পরিকল্পনায় সিলেট দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেল মঞ্চ; ২৬ ডিসেম্বর পর্দা উঠছে ঢাকাতেই। বিসিবির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সরল কিন্তু গুরুত্বপূর্ণ কারণ—আবাসন সংকট। ঠিক ওই সময় সিলেটে চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলন থাকায় শহরের হোটেলগুলোতে প্রয়োজনীয় রুম পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দল, কর্মকর্তা, সম্প্রচারসহ বিপিএলের বড় কাফেলাকে সঠিক সুবিধা দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, তারা সিলেটে পর্যাপ্ত রুম ও লজিস্টিক সাপোর্টের নিশ্চয়তা পাননি। তাই বাধ্য হয়েই প্রথম পর্ব ঢাকায় সরিয়ে আনতে হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রথম চার দিন ম্যাচ হবে ঢাকায়। এরপর পাঁচ দিনের সিলেট পর্ব, যেখানে দর্শকদের ভিন্ন আবহ উপহার দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেখান থেকে বিপিএল যাবে চট্টগ্রামে ছয় দিনের ম্যাচ সূচি নিয়ে। আর শেষ ধাপে ঢাকা ফিরে এলিম

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১২তম বিপিএলের নিলাম শেষ হয়েছে। নাঈম শেখ, তাওহীদ হৃদয়, লিটন দাসদের নিয়ে তুমুল আলোচনার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল বিসিবি—যা এবারের আসরের সূচিতে বড় পরিবর্তন এনে দিল। প্রাথমিক পরিকল্পনায় সিলেট দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেল মঞ্চ; ২৬ ডিসেম্বর পর্দা উঠছে ঢাকাতেই।

বিসিবির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সরল কিন্তু গুরুত্বপূর্ণ কারণ—আবাসন সংকট। ঠিক ওই সময় সিলেটে চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলন থাকায় শহরের হোটেলগুলোতে প্রয়োজনীয় রুম পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দল, কর্মকর্তা, সম্প্রচারসহ বিপিএলের বড় কাফেলাকে সঠিক সুবিধা দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, তারা সিলেটে পর্যাপ্ত রুম ও লজিস্টিক সাপোর্টের নিশ্চয়তা পাননি। তাই বাধ্য হয়েই প্রথম পর্ব ঢাকায় সরিয়ে আনতে হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রথম চার দিন ম্যাচ হবে ঢাকায়। এরপর পাঁচ দিনের সিলেট পর্ব, যেখানে দর্শকদের ভিন্ন আবহ উপহার দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেখান থেকে বিপিএল যাবে চট্টগ্রামে ছয় দিনের ম্যাচ সূচি নিয়ে। আর শেষ ধাপে ঢাকা ফিরে এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল মিলিয়ে পর্দা নামবে প্রায় এক মাসব্যাপী টুর্নামেন্টের।

পরপর তিন ভেন্যুতে স্থান পরিবর্তনের কারণে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তি, পুনরুদ্ধার ও প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রতিটি পর্যায়ের মাঝে থাকবে সংক্ষিপ্ত বিরতি।

২০১৭ সালের পর এবারই প্রথম সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা ছিল বিপিএল। তবে পরিবর্তিত সিদ্ধান্তে এবার রাজধানীই হয়ে উঠছে উদ্বোধনী কেন্দ্র। পরিকল্পনা বদলেছে, কিন্তু উত্তেজনা কমেনি—বরং সূচি পুনর্গঠনে বিসিবির দ্রুত পদক্ষেপই আসন্ন বিপিএলকে আরও সুসংগঠিত করে তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow