সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকার অবস্থা

3 days ago 8

সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের দলগুলোর মধ্যে অবস্থান ও পারফরম্যান্সে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। টানা সাত ম্যাচে জয় নিয়ে রংপুর রাইডার্স দারুণভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দীর্ঘ ছয় ম্যাচ হারের পর অবশেষে একটি ম্যাচ জিতে তলানির জায়গায় থাকলেও কিছুটা স্বস্তি পেয়েছে। 

সিলেট পর্বের অন্যতম আকর্ষণ ছিল ঢাকার প্রথম জয়। দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন দাস এবং তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে তারা বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে (১৪৯ রান) জয় অর্জন করে। বিপিএলের এই পর্বে রংপুর ও চিটাগং কিংস ছিল অপরাজিত, অন্যদিকে খুলনা টাইগার্স জয়হীন থেকে পর্ব শেষ করেছে। 

পয়েন্ট তালিকার আপডেট (সিলেট পর্ব শেষে) 

| দল                  | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট  | 

|---------------------|-------|-----|-----|---------|---------------| 

| রংপুর রাইডার্স      | ৭     | ৭   | ০   | ১৪      | +১.৫৪২       | 

| চিটাগং কিংস          | ৪     | ৩   | ১   | ৬       | +১.৩২৩       | 

| ফরচুন বরিশাল        | ৫     | ৩   | ২   | ৬       | +০.৮৩৮       | 

| খুলনা টাইগার্স       | ৫     | ২   | ৩   | ৪       | +০.১৩০       | 

| সিলেট স্ট্রাইকার্স    | ৬     | ২   | ৪   | ৪       | -১.২৫৪       | 

| দুর্বার রাজশাহী     | ৬     | ২   | ৪   | ৪       | -২.১১৭       | 

| ঢাকা ক্যাপিটালস      | ৭     | ১   | ৬   | ২       | -০.০৯৭       | 

রংপুর রাইডার্স এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে। চিটাগং কিংস চার ম্যাচ খেলে তিন জয় এবং নেট রান রেটের দিক দিয়ে বরিশালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বরিশাল পাঁচ ম্যাচ খেলে সমান ৬ পয়েন্ট পেয়েছে। 

তালিকার মাঝের দলগুলো যেমন খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী নিজেদের জায়গা ধরে রাখার জন্য আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আর সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়া ঢাকা ক্যাপিটালসের প্লে-অফে পৌঁছানো এখন প্রায় অসম্ভব। 

সিলেট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে গড়াবে। সেখানে দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে লড়াই করবে। ম্যাচের সংখ্যা এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শিগগিরই চূড়ান্ত চার দলের প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। 

Read Entire Article