সিলেট বিভাগে সংরক্ষণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার চামড়া

3 months ago 33

সিলেট বিভাগের ৪ জেলার মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ বছর কোরবানির ২ লাখ ৯ হাজার ৩৪৫টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

এর মধ্যে, গরু ও মহিষের চামড়া সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৩৪৫টি। আর ছাগলের চামড়ার সংখ্যা ২২ হাজার। সিলেট বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র দেখা গেছে।

জেলাগুলোর মধ্যে সিলেটে সংরক্ষণ করা চামড়ার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৩৫০টি। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ৯৭ হাজার ৮৫০টি এবং ১২ হাজার ৫০০টি ছাগলের চামড়া। সুনামগঞ্জে ১৭ হাজার ৩০০টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর সবগুলো গরুর চামড়া।

বাকি দুই জেলার মধ্যে হবিগঞ্জে ৩২ হাজার ৭০টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর সবগুলো গরুর চামড়া। আর মৌলভীবাজারে সংরক্ষণ করা হয়েছে ৪৯ হাজার ৬২৫টি চামড়া। এর মধ্যে ৪০ হাজার ১২৫টি গরুর চামড়া এবং ৯ হাজার ৫০০টি ছাগলের চামড়া রয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহ করা বিনামূল্যের লবণ দিয়ে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদরাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবারহ করা হয়। যাতে করে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

এমএএস/এএমএ/এমএস

Read Entire Article