সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

2 weeks ago 12

সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর কাস্টঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বিজিত চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা হয়েছে।

আহমেদ জামিল/জেডএইচ/এমএস

Read Entire Article