সিলেট রুটে ফের ফ্লাইট চালু এয়ার অ্যাস্ট্রার

5 months ago 95

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিট এবং রাত ৭টা ৩০ মিনিটে, সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৯৯ টাকা।

এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্বগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার অ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তীতার মাধ্যমে যাত্রীদের সবেচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে।

এমএমএ/জেএইচ/জেআইএম

Read Entire Article