সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আরও ২১ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। শনিবার (২৪ মে) সকাল ৬টার দিকে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।
পরে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পুশইনের বিষয়টি বিজিবির পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে তাদের এখনও থানা হেফাজতে দেওয়া হয়নি।
এর আগে গত ১৪ মে কানাইঘাটের ডোনা সীমান্তবর্তী এলাকা দিয়ে আরও ১৬ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।
তারা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের ছেলে নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের ছেলে রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধূ আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের ছেলে শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধূ মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাঙ্গাল শেখের ছেলে আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের ছেলে বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের ছেলে আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের ছেলে পলাশ সরকার।
আটকরা বিজিবিকে জানিয়েছে, তারা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতের পুলিশ আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে। পরে বিএসএফ তাদের লোভাছড়া সীমান্ত দিয়ে পুশইন করে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সকালে কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করেছে বিজিবি। যাদের পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আহমেদ জামিল/আরএইচ/এমএস

5 months ago
75









English (US) ·