নিজ বাড়িতে পরিকল্পিতভাবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খুনের ঘটনায় তার ছেলে আসাদ আহমদকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছে। এ মামলা তার ছেলেকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে তাকে বাসায় না পেয়ে ছাদে গিয়ে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত লাশ দেখতে পায়। সিসিটিভি ফুটেজে কাউকে বাড়িতে প্রবেশ বা বের হতে দেখা যায়নি। এ ছাড়া প্রধান ফটক ছিল তালাবদ্ধ। পাশাপাশি পারিবারের লোকজনও বাড়িতে ছিল। এর সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ছেলে আসাদ আহমদকে আটক করে পুলিশ।
আরও পড়ুন : ঐকমত্য কমিশনের সদস্যদের নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান আমীর খসরুর
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ঘরে যেহেতু বাইরের মানুষ প্রবেশ করেনি তাই ঘরের মানুষই হত্যার ঘটনাটি ঘটিয়েছে। সন্দেহের ভিত্তিতে ঘরের মানুষকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা খুবই শক্ত মানুষ। কী কারণে হত্যা করেছে সেটা শিকার করতে চায় না। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ বাদী হয়ে ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। বিকেলে তার লাশ দাফন হবে।
আরও পড়ুন : ভোলায় বিএনপি-বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, বিজেপি অফিস ভাঙচুর
এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের নিজ বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের মখন দোকানের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে। এ ছাড়া তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।

6 hours ago
8









English (US) ·