সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ

3 months ago 11

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে চলছে গণজমায়েত। শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা।

বিকেল ৩টায় কর্মসূচি ঘোষণা করা হলেও দুপুর আড়াইটা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করে মানুষ। বিকেল ৩টার দিকে নানা শ্রেণিপেশার মানুষের জড়ো হলে বন্ধ হয়ে যায় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের একপাশ দিয়ে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কের যাত্রীরা।

জুলাই জাতীয় ঐক্যের ব্যানারে গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হলে কোনো অবস্থাতেই সড়ক ছাড়বেন না।

এদিকে, চৌহাট্টা গণজমায়েত থেকে আওয়ামী লীগ সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বিকেল ৫টায় কর্মসূচি চলাকালে সড়কে হেটে যাওয়ার সময় তাকে গণধোলাই দেওয়া হয়। গণপিটুনির শিকার যুবক সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গণপিটুনির শিকার এক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তবে আটক ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আহমেদ জামিল/জেডএইচ/জেআইএম

Read Entire Article